
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা ড. সাইয়্যেদ আবু নোমান ওলামা-মাশায়েখ পরিষদের পক্ষে বাকলিয়ার বিভিন্ন সমজিদে নিয়োজিত ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে কম্বল বিতরণ করেন।আজ ৭ ফেব্রুয়ারী ২০২১ইং বিকাল সাড়ে চারটায় ডিসি রোডস্থ আলিফ মীম জামে মসজিদ প্রাঙ্গনে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা ড. সাইয়্যেদ আবু নোমান।বিশেষ অতিথি ছিলেন আলিফ মীম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আনাস, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মনসুর আলী,
অধ্যাপক মোরশেদুল আলম ও বিশিষ্ট ব্যাংকার ফারুক আহমেদ প্রমুখ।প্রধান অতিথি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান বলেন, আমাদের দেশের আলেম ওলামা বিশেষ করে মসজিদে দায়িত্ব পালন করা আলেমদের বেতন ভাতা খুবই নগন্য। তারপরও আল্লাহর বিশেষ রহমতে তারা অন্যদের চেয়েও ভালভাবে জীবন যাপন করে যাচ্ছে। এ সব আলেমরা তাদের অভাবের কথা কাউকে বলতেও পারে না আবার সহ্যও করতে পারে না। তাই ওলামা পরিষদের পক্ষ থেকে শীতকালী কম্বল বিতরণের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে তাদের জন্য আরো বড় কিছু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি ইমাম, মোয়াজ্জিনদের আশ্বস্ত করেন।