
বিশ্ব সংবাদ:
বাচ্চাটির মা সংবাদ উপস্থাপিকা। আবহাওয়ার সংবাদ–সংক্রান্ত একটি অনুষ্ঠান লাইভ করছিলেন ঘরে বসেই। তখন হঠাৎ করেই ঘরটিতে ঢুকে পড়ে উপস্থাপিকার ১০ মাস বয়সী সন্তান। এরপর তিনি সরাসরি সম্প্রচারের মধ্যেই সন্তানকে কোলে তুলে নেন। আর সেভাবেই চালিয়ে যান উপস্থাপনা। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রতি এ ঘটনা ঘটেছিল।
Baby on the move! There is no stopping adorable Nolan now that he can walk during Mommy’s (@abc7leslielopez) forecast. #Love #goodmorning #ThursdayThoughts #Babies #TheBest @ABC7 pic.twitter.com/jvUcaSMyGi
— Brandi Hitt (@BrandiHitt) January 28, 2021
এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি এ ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই সংবাদ উপস্থাপিকার নাম লেসলি লোপেজ। তিনি যুক্তরাষ্ট্রের এবিসিসেভেন নেটওয়ার্কে কর্মরত রয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লেসলি লোপেজ আবহাওয়ার সংবাদ–সংক্রান্ত একটি অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন। তখন তার পায়ে হুমড়ি খেয়ে পড়ে ছোট্ট ছেলে সন্তান। তবে লেসলি মোটেও ঘাবড়ে যাননি। তিনি অনুষ্ঠান চালিয়ে যান সাবলীলভাবে। একপর্যায়ে ছেলেকে কোলে তুলে নেন। হাসিমুখে বলেন, ‘সে এখন হাঁটতে পারে। আমি সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি।’