
গোপালপুর:টাংগাইলের গোপালপুরে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে নবাগত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর আগমন উপলক্ষে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মিডিয়ার বিকল্প নেই। বর্তমান যুগে অস্ত্র বা বাহুবল নয়, তথ্যই হচ্ছে সবচেয়ে শক্তিশালী। মিডিয়া এখন অনেক শক্তিশালী। কারন, মিডিয়া রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রশাসনের অনেক দোষ-ভুল সম্পর্কে অঙ্গলি প্রদর্শন করতে পারেন।সাংবাদিকরা যদি সঠিক তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশ করেন, তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমীর খসরু, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নগদাশিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব ও কৃষি অফিসার শফিকুর রহমান।
আরো উপস্থিত ছিলো সুশীল সমাজ, শিক্ষক, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি।
ভূঞাপুর:গোপালপুরের পর বিকেলে নবাগত জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের যান ভূঞাপুরে।সে খানে গুনিজন ও সুশিল সমাজের সাথে মতবিনিময় ও অালোচনা সভা করেন।
ভূঞাপুর উপজেলা সম্মেলন কক্ষে অায়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান অাব্দুল হালিম এডভোকেট,পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,থানা অফিসার ইনচার্জ অা: ছালাম মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমূখ।