
নিজস্ব রিপোর্টার, চট্টগ্রাম :
সাশ্রয়ী মূল্যে রোগ নিরূপণ এবং ২৪ ঘন্টা বিশেষায়িত হাসপাতালে নিরাপদ স্বাস্থ্য সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড। ১৯ শে মার্চ শুক্রবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ১ কিলোমিটারে সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড এর শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক সেবা প্রদান কার্যক্রম শুরু হয়। এতে উদ্বোধক হিসেবে হাসপাতালের উদ্বোধন করেন বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি ডাঃ মোঃ মুজিবুল হক খান।উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ জি.এম. মারুফ।
তিনি বলেন, এই এলাকায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস। এখানে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য একটি অত্যাধুনিক হাসপাতালের খুব প্রয়োজন ছিল। আমরা অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা ও সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয় করার জন্য এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছি এবং সাথে আমাদের দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার চেষ্টা করেছি।এখানে ল্যাবরেটরির সকল পরীক্ষার সাথে প্রতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা আউটডোর-ইনডোর প্রসূতি সেবাসহ যে কোনো অপারেশন করার সুবিধা থাকবে।
আমরা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। আশা করি, আপনাদের আন্তরিক সহযোগিতায় আমাদের লক্ষ্য পূরণ হবে ইনশাআল্লাহ।প্রধান অতিথি বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি ডাঃ মোঃ মুজিবুল হক খান বলেন, অত্র এলাকায় দীর্ঘদিন ধরে একটি অত্যাধুনিক হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করছি। সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড কর্তৃপক্ষ এখানে হাসপাতাল তৈরি করেছেন বিধায় আমি আনন্দিত। আশা করি, এই হাসপাতাল এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে এই হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।মেডিকেল ডিরেক্টর ডাঃ এম. এস. মোস্তাকিমের সঞ্চালনায় হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডাঃ হোসেন আহম্মদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফয়সাল ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ ডাঃ আরিফুল আমিন,
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান,চান্দগাঁও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম.আশরাফুল আলম সহ প্রমুখ।ন চৌধুরী জাবেদ মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একমাত্র আকুল আবেদন সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার প্রার্থনা চেয়েছি।