স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়ার
সরাইল উপজেলায় দাঙ্গা নির্মূলে স্থানীয়
প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নির্দেশ দিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।
বুধবার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সরাইল উপজেলার নানাবিধ ঐতিহ্য টিকিয়ে রাখতে দলমত নির্বিশেষে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। সরাইলের দাঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, দাঙ্গা ফ্যাঁসাদ এগুলো বর্বরযুগের কাজ। এ সভ্য সমাজে এগুলো কেন ঘটবে?
মতবিনিময় সভায় সরাইল সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান খান ফকির বলেন, সরাইলের দাঙ্গা ফ্যাসাদকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। আর এখানকার ঐতিহ্য গ্রে হাউন্ড কুকুরকে আমরা লালন করার চেষ্টা করছি।
সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। এ মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।