
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র ব্যবস্থাপনায় আজ ২০ মার্চ শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ভারতে পবিত্র কুরআন বিরোধী ষড়যন্ত্র এবং শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষিদ্ধ ও মাদরাসা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংগঠনের সভাপতি ছাত্রনেতা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জিহাদী। উদ্বোধক ছিলেন যুবসেনা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামীক ফ্রন্ট উত্তর জেলার সভাপতি ওবাইদুল মোস্তফা কদম রসূলী, মাওলানা আশরাফ হোসাইন, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন, মোঃ রেজাউল করিম ইয়াছিন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের। সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন ও মোয়াজ্জেম হোসেন মাসুমের যৌথ স ালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন, মঈনুদ্দীন মোর্শেদ, মোঃ রবিউল হাসান, আবু নাছের মাহফুজ, হাফেজ রাশেদুল ইসলাম, আমির হোসেন সোহেল, মিটু, আসিফুর রহমান,
শাহীন, মোবারক, জাকি প্রমুখ।বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচিত দেশটি তাদের যথাযথ অবস্থান ধরে রাখতে বারবার ব্যর্থ হচ্ছে। তাদের ইসলাম বিদ্বেষী কর্মকা- বরাবরই দেশটির মুসলিমদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে চলছে। কষ্ট দিচ্ছে মুসলিম উম্মাহকে।