
জাতীয় পার্টি কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন পল্লীবন্ধু এরশাদের জন্ম না হলে বাংলার মেহনতি মানুষের ভাগ্যোন্নয়ন হতো না। ঘুনে ধরা উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙ্গে ২১টি মহকুমা ৬৪ জেলায় রূপান্তরিত হতো না। ৪৭০টি উপজেলা সৃষ্টি হতো না। গুচ্ছগ্রাম, পথকলি ট্রাস্ট, জল যার জলা তার নীতি, ঔষধনীতি, স্বাস্থ্য নীতি, শিক্ষানীতি, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, নারী নির্যাতন বিরোধী আইন, ৪৭০টি ব্রিজ ও হাজার হাজার কিলোমিটার কাঁচা পাকা রাস্তা হতো না।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও দক্ষিণ চট্টগ্রাম শহরে রূপান্তরিত হতো না। ২১ বছর পর ৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসতো না। ২০০৮ সাল থেকে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো না। দেশের মানুষ দীর্ঘদিন সুশাসন থেকে বি ত। তাই সুশাসন ও গণতন্ত্রের গতি স্বাভাবিক রাখতে জাতীয় পার্টিকে পুনরায় দেশ পরিচালনায় দেখতে চায় দেশের মুক্তিকামী জনতা।
তিনি আজ সাবেক রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ৯১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় টেলিকনফারেন্স’র মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ কাদের এমপি।
নগর মহিলা পার্টির আহ্বায়ক রাবেয়া বসরী বকুলের সভাপতিত্বে ও নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজার পরিচালনায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা,
কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি এনামুল হক বেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এমদাদ হোসেন চৌধুরী, নগর সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব শাহাদাত হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সদস্য এম আজগর আলী, নগর তরুণ পার্টির সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, এম এ শুক্কুর,
নগর তরুণ পার্টির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরী, ওসমান গণি, নগর মহিলা পার্টির সদস্য সচিব শেলী আক্তার, নগর জাপা প্রচার সম্পাদক নীল কমল সুশীল, নগর ছাত্র সমাজ সদস্য সচিব শরীফুল মোল্লা নিরব, যুগ্ম আহ্বায়ক আবু হাসান, আবু সিদ্দিক, মোঃ ফয়সাল, জ্যাকসন সুশীল, বেলাল আহমেদ প্রমুখ।