আরিফুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের বাড়তি নজরদারি বেড়ছে।
বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে যে কোনো নাশকতামূলক কর্মকান্ড এড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে র্যাবের টহল শুরু হয়েছে। জেলা শহর ও উপজেলা শহর ছাড়াও মহাসড়কে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল যোগে টহল চালিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা।
র্যাব-১৪ সূত্র জানায়, দেশের ক্রান্তিকালীন সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে র্যাব নিয়মিত দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই লক্ষ্যেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার করা হয়েছে।