
‘হাতিল ফার্নিচার’ পরিবারের উদ্যোগে করোনা মোকাবেলায় আজ ১১ এপ্রিল, সকাল ১১টায়, চট্টগ্রামে ফুটপাত ব্যবসায়ী, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ ও সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম বন্দরের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শাকিলা সুলতানা। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা বলেন, করোনা মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতেনতা বাড়াতে হবে। প্রত্যেকে বাড়ির বাইরে গেলে মাস্ক পড়তে হবে। এসময় উপস্থিত ছিলেন হাতিল ফার্নিসার পরিবার ও আগ্রাবাদ (আলিনা ইন্টারন্যাশনাল)’র নেতৃবৃন্দ। উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে সর্বসাধারণকে মাস্ক পড়ার পরামর্শ দেন হাতিল ফার্নিচারের রিজনাল ইনচার্জ মাহবুবুল আলম।