মাহমুদুল হাসান : টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর থানায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মোটরসাইকেল মহড়া অনুষ্টিত হয়েছে।সকল প্রকার অপরাধ মোকাবেলায় ভূঞাপুর থানার সকল কর্মকর্তা সধা প্রস্তুত।
আজ ৯ নভেম্বর শুক্রবার বিকাল ৫ টার সময় টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় মহোদয়ের নির্দেশক্রমে সিনিয়র সহকারী পুলিশ সুপার, জনাব মাসুদুর রহমান মনির, কালিহাতী সার্কেল মহোদয়ের অনুপ্রেরনায় , ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ্ জনাব মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে ভূঞাপুর থানার সকল অফিসার ও ফোর্স্দের নিয়ে এক বিশাল সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মোটরসাইকেল মহড়া আয়োজন করা হয়।
উক্ত মোটরসাইকেল মহড়াটি ভূঞাপুর থানা হইতে ভূঞাপুর বাজার পার হয়ে স্লোইজ গেইট এলাকা হয়ে কুঠি বয়রা বাজার পার হয়ে নলীন বাজার প্রদক্ষিন করে পূনরায় ভূঞাপুর বাজার হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে ভূঞাপুর থানায় এসে শেষ হয় ।
অফিসার ইনচার্জ্ মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার জন্য নির্দেশ প্রদান করেন।