মাহমুদুল হাসান:
টাঙ্গাইলের ভূঞাপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ইংরেজি ১ম পত্র পরীক্ষায় উপজেলার নিকরাইল কেন্দ্রের দুইটি কেন্দ্র থেকে ওই ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বহিষ্কৃত তিনজনের দুইজন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আরেকজন কালিহাতী উপজেলার চরসিঙ্গুলী মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বহিষ্কৃত দুইজন টাঙ্গাইল সদর এলাকার মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালে ওই ৫ পরীক্ষার্থীর কাছ থেকে নকল পাওয়া যায়। পরে তাদের বহিষ্কার করা হয়।