মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে আজ শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান প্রায় সম্পূর্ণ পুড়ে অানুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাবাড়ী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অাগুন লেগে দুইটি মুদির দোকান, একটি সার ও কীটনাশকের দোকান, একটি কম্পিটার ও মোবাইলের দোকান, একটি হোটেল ও দুইটি সেলুন এর সকল মালামাল ও স্থাপনা পুড়ে গেছে।
খবর পেয়ে পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে অাগুন নিয়ন্ত্রনে অানে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার ঘোষনা দেন।
ঘটনার কথা জান্তে পেয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার অালম খান অাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিব অাল রানা, মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক হোসেন খানসহ নেতৃবৃন্দ, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান ও সাবেক চেয়ারম্যান মোঃ সাদিকুল ইসলাম সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস ক্ষতিগ্রস্থদের প্রাথমিকভাবে উপজেলা পরিষদ হতে ১০ হাজার করে টাকা প্রদানের ঘোষনা দেন। তিনি বলেন- ক্ষতিগ্রস্থদের বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে, জেলা প্রসাশক মহোদয়ের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা করার চেষ্টা চলছে।
মোঃ ছিদ্দিক হোসেন খান শিল্প ও বনিক সমিতির সভাপতি,এ সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ২০ হাজার টাকা করে সহযোগিতা করার ঘোষনাও দেন।