
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তৌহিদ হোসেন (২৫)। সে বাংলাবাজার ইউনিয়নের কলাউরা গ্রামের (মাদ্রাসা পাড়া)মৃত ওহিদ মিয়ার পুত্র। সে কলাউরা বাজারে বিকাশ এজেন্টের ব্যবসায়ী। শুক্রবার সকালে বাংলাবাজার জুনাকী জুয়েলার্সের নীচে মাটিতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছে। স্থানীয়রা জানায়, নিহত তৌহিদ কলাউরা বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করতো। গতকাল রাতে বাড়ী ফেরার পথে খুনিরা তাকে ধরে নিয়ে আসে বাংলাবাজার ইউনিয়ন ভবনের সামনে একটি দোতলা কক্ষে। সেখানেই তাকে জবাই করে লাশ দোতলা থেকে ফেলে খুনিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে ধারনা করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার নাম শামীম আহমদ। সে বাশতলা গ্রামের ব্যবসায়ী নুরুল ইসলামের পুত্র। তবে তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি নিশ্চিত করছেন না। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার আলামত দেখেন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছেন বলে জানান।##