
হাসান আহমদ,ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে বৃহত্তর গোবিন্দগঞ্জ ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি গঠনের লক্ষে শনিবার ১০নভেম্বর-১৮ বিকাল ৪ঘটিকায় স্থানীয় গোবিন্দগঞ্জ কাজী অফিসে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। কালারুখা মাদরাসার সুপার মাওলানা মাহবুবুল রহমান তাজুর সাহেবের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা কাজী অাব্দুস সামাদ কে সভাপতি, মাওলানা রমদানুর হক কে সাধারন সম্পাদক ও অাব্দুল মতিন রাজন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হলেন,সহ-সভাপতি মাওলানা কাজী অাব্দুস শাকুর, অাব্দুল বাছিত, অাবুল কাসেম,মাওলানা এম.এ.মতিন,সহ-সাধারন সম্পাদক হাফেজ অাশিক উদ্দীন,সহ-সাংগঠনি সম্পাদক রওশন অালী, অর্থ সম্পাদক অালী হোসেন, প্রচার সম্পাদক অালী অাহমদ নাঈম,অফিস সম্পাদক এম.অার.জুয়েল,
নির্বাহী সদস্য মাওলানা অাতিকুর রহমান, ক্বারী অামির অালী,কামরান অাহমদ সহ প্রমুখ।