
মোসলেম উদ্দিন(ইমন)
দীর্ঘ ২২ দিন টানা লকডাউন থাকার পর আজ ৬ মে ভোর ছয়টা থেকে গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে’ তারই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টি হতে দেখা গেছে।চট্টগ্রাম নগরীর বদ্দারহাট থেকে টার্মিনাল সড়ক পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে দুপুর দুইটার দিকে যানজটের এমন চিত্র চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন পর আবারো দেখতে পাচ্ছে।
সরকারের পক্ষ থেকে অর্ধেক যাত্রী এবং ৬০ শতাংশ বৃদ্ধি ভাড়া নিয়ে মহানগর এলাকায় এবং জেলা পর্যায়ে পরিবহন চলাচলের কথা ঘোষণা করেছেন।এসব নিয়ম কেউ কেউ মারলেও অনেকে মানছেন না অনেক গাড়ির হেলপার কন্টাকটারের মুখে দেখা যাচ্ছে না মাস্ক।আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের কথা বলা হলেও পরিবহন মালিকদের এবং শ্রমিক সংগঠনগুলোর চাপে পড়ে পরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি মেনে অনুমতি দেয় সরকার।