
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ;
স্বস্তির বৃষ্টিতে বজ্রপাতে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের আগুনে তার শরীর ও মখোমন্ডল ঝলসে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ৪টার দিকে উপজেলার কুশনা গ্রামে। নিহত নারীর নাম শেফালী খাতুন (৩০) তিনি ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী। ওই পরিবারের সদস্যরা এবং এলাকার মেম্বর বিপ্লব হোসেন জানান,
দুপুর ৪টার দিকে বাড়ির পাশের মাঠে কাটা ধানসহ শুকনা বিচলী মেঘ দেখে শেফালী খাতুন এক জায়গায় জড় করছিলেন। এ সময চারিদিকে মেঘে অন্ধকার হয়ে আসে। হঠাৎ বিকট শব্দে তার উপর বজ্রপাত হয় সাথে সাথে ধানসহ বিচলি গাদায় আগুন ধরে যায়। এতে তিনি আগুনে ঝলসে মারা যান। এর কিছুক্ষণ পর মুষল ধারে স্বস্তির বৃষ্টি শুরু হয়।