
জাতীয় পার্টি কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা তপন চক্রবর্তী বলছেন আমরা পল্লীবন্ধু এরশাদের আদর্শে বিশ্বাস স্থাপন করে প্রতিষ্ঠালগ্ন থেকে দল করছি। আমরা বিশ্বাস করি কর্মীরাই দলের প্রাণ। তাই কর্মীদের দুঃসময়ে কেন্দ্রীয় কমিটি কর্তৃক চট্টগ্রামে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত অর্বাচীন নেতা পাশে থাকেন না অথচ বিশেষ উপঢৌকনের বিনিময়ে দলীয় পদে আসিন হয়ে আছেন তাদের কোন অবস্থাতেই তৃণমূল মেনে নিতে পারে না।
তাই অবিলম্বে তৃণমূল কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠন বিহীন বর্তমান নগর জাতীয় পার্টির অবৈধ, ব্যর্থ, অযোগ্য কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে তিনি দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের কাছে জোর দাবী জানান। অন্যথায় ব্যর্থ কমিটি ঠিকিয়ে রাখতে যে সমস্ত মুখোশধারী নেতা ইন্দন যোগাচ্ছে ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের মুখোশ খুলে দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি আজ ৩১ মে বিকাল ৪ টায় জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগর জাপা সহ-সভাপতি ও শ্রমিক পার্টির আহ্বায়ক ওসমান খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন ছিদ্দিকীর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাপা কেন্দ্রীয় সদস্য হাজী শওকত আকবর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব সংহতি কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক এস.এম. সাইফুল্লাহ, নগর যুব সংহতির আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, সদস্য সচিব আবছার উদ্দীন রনি, নগর জাপার সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলকরণী, নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, নগর সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক হাজী বাবুল আহমেদ, সদস্য সচিব শাহাদাত হোসেন স্বপন,নগর সৈনিক পার্টির সদস্য সচিব হাফিজুর রহমান, কৃষক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ,
নগর তরুণ পার্টির সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, এম.এ শুক্কুর, নগর পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক রিয়াজ উদ্দীন রিয়াজ, নগর মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক আলেয়া বেগম, বিলকিস সুলতানা, আরজু আকতার, নগর জাপা নেতা জাহেদুল আলম বাচ্চু, হাজী আলী আকবর, নীল কমল সুশীল, ছাত্র সমাজ কেন্দ্রীয় সদস্য সুমন বড়–য়া,
নগর ছাত্র সমাজ সদস্য সচিব শরীফুল মোল্লা নীরব, যুগ্ম আহ্বায়ক অমিত চক্রবর্ত্তী শান্ত, আবু সিদ্দিক, আবু হাসান, আরাফাতুল আলম কচি প্রমুখ। সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু।