
মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি ঃ
ওমান সালালাহ্ হাফা মার্কেটে ব্যবসা করে অসংগ বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ীরা সফলতা লাভ
করেছ হাফা মার্কেটে বিভিন্ন ব্যবসার মধ্যে ৩ যোগ দরে সফলতা লাভ করেছে টুপি ব্যবসায়ীরা,
ব্যবসায়ীরা জানান টুপি গুলো সব বাংলাদেশী এবং বাংলাদেশর তৈয়ারি টুপি মানে গুনে ভালো, তাই ওমান সহ বিভিন্ন দেশের লোক বাংলাদেশী টুপি ব্যবহার করছে,
এবং বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে জানান টুপি ব্যবসায়ীরা,
ওমানিরা জানান বাংলাদেশী টুপি গুনে মানে ভালো, নকশা ডিজাইন ভালো,দেখতে অনেক সুন্দর তাই বাংলাদেশী ব্যবসায়ীদে থেকে পাইকারিতে টুপি নিয়ে ব্যবসা করে অনেকটা সফলতা লাভ করেছে বলে জানান।
বাংলাদেশী ব্যবসায়ীরা জানান ওমান সরকার হাফা মার্কেট ভাংঙ্গার কথা ৩ বছর আগে তাদের কে নোটিশ দিয়ে বলেছে মার্কেট ভেঙে পর্যটক কেন্দ্র করবে বলে, কিন্তু ভাংবে বলে ভাংঙ্গে নাই, তাই তারা সফলতা সাথে ব্যবসা করে যাচ্ছে তারা,
এখন মার্কেট ভাংঙ্গায় হাফা মার্কেটের সাফল্য ব্যবসায়ী কবির আহমেদ মোল্লা জানান বাংলাদেশীদের প্রয় ৩ শত দোকানে ১শত ২০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
তারা আরো জানান হাফা মার্কেটে প্রয় ৫ হাজার শ্রমিক কাজ করতো।
মার্কেট বন্ধ হয়া কিছু শ্রমিক বেকার হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা জানান নতুন করে দোকান না দেওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে বাংলাদেশী টুপি আমদানি ও রপ্তানি করবেনা বলে জানান টুপি ব্যবসায়ীরা।
জানা যায় সবচে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা নাঙ্গলকোট দাসনাই পাড়া গ্রামের, ওমানে সাফল্য ব্যবসায়ী কবির আহমেদ মোল্লা।