
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ;
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। উপজেলার গোবিন্দপুর নামক স্থানে রবিবার রাত ১০ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, দ্রুত গতির ট্রাকটি শৈলকুপা শহর থেকে উপজেলার হাটফাজিলপুর বাজার অভিমুখে যাওয়ার সময় গোবিন্দপুর নামক স্থানে একটি ভ্যানকে চাপা দিলে চালক আকিজ ঘটনাস্থলেই নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘচেষ্টার পর ট্রাকের নীচ থেকে মরদেহটি উদ্ধার করে। ভ্যান চালক আকিজের বাড়ি উপজেলার কবিরপুর গ্রামে। এব্যাপারে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আক্কাস আলী বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে ট্রাকের নীচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।