
কোতোয়ালি থানা ছাত্রলীগের আয়োজনে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন প্রদানে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে বিনামূল্য ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্ট উদ্বোধন করা হয়। কোতোয়ালি থানা ছাত্রলীগের উদ্যোগে কোভিড-১৯ এর সংক্রমণরোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের বলুয়ার দীঘির পূর্ব এবং পশ্চিম পাড়ের বসবাসকৃত সাধারণ মানুষ ও পথচারীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণের জন্য বিনামূল্য ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্ট উদ্বোধন করেন কোতোয়ালি থানার ছাত্রলীগ নেতা মোহাম্মদ মুজিবুর রহমান।
ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা আনোয়ারুল ইসলাম জুয়েল, ফয়সাল হোসেন, মুজিবুল হক, মোহাম্মদ রিয়াদ হোসেন জিসান, অমিত মজুমদার, রাজিব প্রমুখ।
ভ্যাকসিন রেজিষ্ট্রেশন পয়েন্ট উদ্বোধনকালে উদ্বোধক ছাত্রনেতা মুজিবুর রহমান বলেন, কোভিড ভ্যাকসিন এ কিছুটা জটিল থাকায় সাধারন জনগনের কাছে তা ছিল দুর্ভেদ্য। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নির্দেশে সামাজিক দায়বদ্ধতা থেকে কোতোয়ালি থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ জনসাধারণকে করোনা ভ্যাকসিন নেবার জন্য উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্য ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু করেছে।