জাতীয় শোক দিবস উপলক্ষে রাশেদুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় গরীব ও দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় গরীব ও দুঃস্থদের মাঝে দু’দিন ব্যাপী ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ করিম জুয়েল, মোঃ ইমরান হোসেন মিঠু, শাহ আলম হানিফ, মোঃ ইউসুপ, পারভেজ কবির মুসা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল খলিল, আব্দুল হালিম, কামরুল ইসলাম, মোঃ মহিম, মোঃ দেলোয়ার, মোঃ রাসেল,
খোরশেদ আলম বাবু, মোঃ শাহীন প্রমুখ। উক্ত ত্রানসামগ্রী বিতরণ কালে বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গণমানুষের মুখে হাঁসি ফোটানোর ব্রত ছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনবান্ধবমূলক কর্মসূচি বাস্তবায়নে মুজিব সৈনিকরা দৃঢ়সংকল্প। নেতৃবৃন্দ আরও বলেন, ৭৫’র ঘাতকরা এখনও ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। তাদেরকে প্রতিহত ও প্রতিরোধ করার জন্য মুজিবাদর্শে বলিয়ান ছাত্রলীগের কর্মীরা সদা জাগ্রত।