মাহমুদুল হাসান: টাঙ্গাইল প্রতিনিধি
আজ বুধবার (১৪ নভেম্বর) দুপুরে গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে শহরের ফুলি কমিউনিটি সেন্টারে আয় কর মেলার উদ্বোধন করা হয়।শ্লোগান হচ্ছে’আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’।সারা দেশের মতো টাঙ্গাইল জেলায় চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন এবং সভাপতিত্ব করেন গাজীপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন এ এস এম সাইফুল্লাহ, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, ট্র্যাক্সেস বার এসোসিয়েশনের আইটিবি মির্জা আলী আজগর নন্দন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেক-৪ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার এস এম বদিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বছর টাঙ্গাইলে আয়োজিত আয়কর মেলায় আপনার খুব সহজেই আপনাদের কাজ করতে পারবেন। মহিলা, প্রতিবন্ধী, প্রবীণ ও মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। ২০১৮-১৯ করবর্ষের আয়কর রির্টাণ গ্রহণ ও প্রাপ্তি স্বীকারপত্র প্রদানসহ আরো অনেক বিষয়ের উপর আমরা নজর দিয়েছি। আশাকরি টাঙ্গাইল জেলাকে আমরা মডেল করতে পারবো।