ঝালকাঠি ৩শ বছরের পুরোনো মসজিদ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ৩শ বছরের পুরোনো গালুয়া পাকা মসজিদটির অবস্থান। এই মসজিদটি রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার এলাকা থেকে এক কিলোমিটার পূর্বে দুর্গাপুর গ্রামে অবস্থিত।স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মাহমুদ খান আকন (মামুজি) নামক এক ধর্মপ্রাণ ব্যক্তি এ মসজিদ নির্মাণ করেন।
ধারণা করা হয়, বাংলা ১১২২ সালে এটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের কাছে একটি শিলালিপি পাওয়া যায়। তা থেকে এর নির্মাণকাল সম্পর্কে ধারণা করা হয়।লোকমুখে প্রচলিত আছে, মসজিদটি সংস্কার করার সময় ঝোপ-ঝাড় পরিষ্কার করা হচ্ছিল। তখন বড় বড় বিষধর সাপ এর থেকে বের হয়ে এসেছিল। পরে গালুয়ার মরহুম পীর মাহতাব উদ্দিনের (র.) কথা মত একটি অংশ খুলে দিলে সাপ গুলো স্থান ত্যাগ করে।