আরিফুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া।।
“সৃষ্টির সেরা জীব মানুষ” আর এ মানুষের দেহের উপর দিয়ে সড়কে সারারাত শত শত গাড়ি চলাচল করেছে। মানবতা কেঁদে কেঁদে একসময় সড়কে পিসে গেছে দ্রুতগামী নানা যানবাহনের চাকার তান্ডবে।
সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ সদস্যরা একটি মরদেহের সনাক্ত করতে গিয়ে বিপাকে পড়েছেন। মরদেহটি পুরুষ না নারীর বুঝে উঠতে পারছেন না পুলিশ সদস্যরা।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে মেঘনা নদী ওপর সৈয়দ নজরুল ইসলাম সেতুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে একটি অজ্ঞাত মরদেহের কয়েকটি অঙ্গ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
১৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিশ্বরোড হাইওয়ে পুলিশ মরদেহের অংশগুলো উদ্ধার করে। মরদেহটির শরীরের উপর ও নিচের অংশ নষ্ট হয়ে যাওয়ায় সনাক্ত করা যাচ্ছে না।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর থেকে মরদেহের অংশগুলি উদ্ধার করা হয়। ধারণা করা যাচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সারা রাত মরদেহটির উপর দিয়ে দ্রুতগামী যান চলাচল করায় শরীরের উপর ও নিচের অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যার কারণে মরদেহটি পুরুষ নাকি মহিলা সনাক্ত করা যাচ্ছে না।
মরদেহের পেটের অংশসহ কয়েকটি অঙ্গ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।