৯৯৯-এ ফোন, লিফট থেকে ৭জনকে উদ্ধার রাজধানীর মাটিকাটা এলাকার একটি বহুতল ভবনের লিফট হঠাৎ বিকল হয়ে পড়লে ভবনটির সাতজন বাসিন্দা ভেতরে আটকা পড়েন। ভবনের নিরাপত্তাকর্মীরা অনেক চেষ্টা করেও লিফট ঠিক করতে না পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল আটকা পড়াদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- শাহানা জামান, সোনিয়া জামান, আবিদা জামান, রাশিদা জমান, সামিউল আলম, ইয়াছিন ছাবিদ ও লাবু । আজ বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকার লেক ক্যাসেলের ১১তলা ভবনে এ ঘটনা ঘটে। বিকেলে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সকালে ভবনটির চতুর্থ তলা থেকে নামার সময় সাতজন লিফটের ভেতর আটকা পড়েন।
প্রতিবেশী ও নিরাপত্তা কর্মীরা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে অত্যাধুনিক যন্ত্র হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।এ সময় একই ভবনের বাসিন্দা নাট্য অভিনেতা সোহেল খান উদ্ধার অভিযানে সহযোগিতা করেন।তিনি জানান, সবার লিফট ব্যবহারে সতর্ক থাকা, নিয়ম মেনে চলা উচিত। এছাড়া ভবন কর্তৃপক্ষের নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ করা জরুরি। তাহলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব।৯৯৯-এ ফোন, লিফট থেকে ৭জনকে উদ্ধার ৯৯৯-এ ফোন, লিফট থেকে ৭জনকে উদ্ধার