ছেলের অনুরোধে ফের বিয়ের পিঁড়িতে প্রকাশ রাজ ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের অন্যতম খলনায়ক প্রকাশ রাজ। তাও ছেলের অনুরোধে। কিন্তু তিনি বিয়ে করলেন কাকে? এ নিয়ে রয়েছে চমক।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার ছিল প্রকাশ রাজের ১১তম বিবাহবার্ষিকী।এই দিনেই তিনি নিজের স্ত্রী পনি ভর্মার সঙ্গে আবারও বিয়ে সারলেন।টুইটারে বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আজ রাতে আমরা ফের বিয়ে করলাম, কারণ আমাদের ছেলে এ বিয়ের সাক্ষী থাকতে চেয়েছে।