মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে।আজ বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত ওই স্কুল ছাত্রী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এদিকে এঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শফিকুলের বাড়ি ঘর ভাংচুর করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম (৪২) গত ১২ নভেম্বর রাত ১০ টার দিকে পাশের বাড়ির ওই স্কুল ছাত্রী (১৪) কে একা পেয়ে ঝাপটে ও মুখ চেপে ধরে বাড়ীর পশ্চিম পাশে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই স্কুল ছাত্রীর ধস্তাধস্তি ও ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে লম্পট শফিকুল তার পায়ের সেন্ডেল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়।পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে আপোষ রফার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয় শফিকুলের পরিবার।
খবর পেয়ে পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহায়তায় ওই স্কুল ছাত্রী থানায় গিয়ে বুধবার রাতেই নিজে বাদী হয়ে অভিযুক্ত শফিকুলের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে ।
স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় শফিকুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার এলাকার শতশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছে এবং পরে অভিযুক্ত শফিকুলের বাড়ি-ঘর ভাংচুর করে। এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ও ওসি মজিবর রহমান দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ, মহিলা সদস্য জমিলা বেগম, স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক ও শাজাহান আলীসহ স্থানীয়রা জানান: শফিকুল এর আগেও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক অপকর্ম করেছে। তারা এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামীকে গ্রেফতার করে বৃহস্পতির আদালতে পাঠানো হয়েছে।