নুসরাতের মা হওয়ার খবরে মুখ খুললেন যশ কয়েকদিনের মধ্যে মা হবেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান, আগেই শোরগোল চলছিল এ খবর নিয়ে। সে হিসেবে দুয়েকদিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল তার। কিন্তু গুঞ্জন উঠেছে ইতোমধ্যে নুসরাত হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে মুখ খুলেছেন যশ দাশগুপ্ত। তিনি বলেছেন, এখনও হাসপাতালে ভর্তি হননি নুসরাত। আছেন বাড়িতেই।
ভর্তি হওয়ার খবর ভুয়া বলে জানালেন তার বিশেষ বন্ধু যশ।এ দিকে শোনা যাচ্ছে, বুধবার রাত ১০টায় বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন সাংসদ-অভিনেত্রী। আগে জানা গিয়েছিল, বুধবার সকালেই তিনি ভর্তি হয়ে গিয়েছিলেন। কিন্তু সে খবর সঠিক নয়, এমনই জানালেন যশ।বুধবার শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’-এর মহরতে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছেন যশ।
সেই ছবিতে অভিনয় করছেন তিনি। সঙ্গে রয়েছেন এনা সাহা। সেখানেই নুসরাতের সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুললেন যশ।এদিন সকাল থেকেই গুঞ্জন শোনা যায়, হাসপাতালে ভর্তি হয়ে গেছেন অভিনেত্রী নুসরাত। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্তান জন্ম দেবেন এ অভিনেত্রী। আর এ খবর ছড়াতেই ইন্ডাস্ট্রি ও অনুরাগী মহলে জল্পনা কল্পনা ছড়িয়ে গেছে।
নুসরাত তার চিকিৎসকের কাছে দাবি করেছিলেন, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেন যশ দাশগুপ্ত তার পাশে থাকে। তবে যশ ওই সময় নুসরাতের সঙ্গে থাকবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) নুসরাত ও যশের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, ওইদিন তারা একসঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। কিন্তু অন্যদিনের মতো এদিনও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি দেননি তারা।
শুধু ইনস্টাগ্রামেই স্টোরি শেয়ার করেছেন তারা দুজন।দুজনের ওই স্টোরিতে দেখা যায়, একই রাঁধুনি ওই রেস্তরাঁয় খাবার তৈরি করছেন। একই সময়ে দুজনের স্টোরিতে একই ছবি দেখায় নেটজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে তারা একসঙ্গে ছিলেন।এদিকে মা হওয়ার আনন্দ তার সব পোস্টেই দৃশ্যমান। রোববার (২২ আগস্ট) ইনস্টাগ্রামে সে আনন্দের কথা ঘোষণা করেন সাংসদ- অভিনেত্রী। তবে নুসরাত তার গর্ভের সন্তানের বাবার পরিচয় বা তার অন্তঃসত্ত্বা থাকাকালীন দিনগুলোর কথা বলেননি।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তিনটি ছবিতে মাতৃত্বকালীন আভা ঝরে পড়ছিল অভিনেত্রীর চোখে-মুখে। ছবির নিচে তিনি লেখেন, সুন্দর দিনগুলোর দিকে এগোচ্ছি। তার নিচে হ্যাশট্যাগে লেখা, ‘নতুন শুরু’, ‘নতুন ভূমিকা’, ‘সামনের সেই দিনগুলির দিকে তাকিয়ে’, ইত্যাদি। ক্যাপশন এবং হ্যাশট্যাগে স্পষ্ট, মায়ের ভূমিকায় নিজেকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন নায়িকা।
অন্যদিকে একই সময়ে অনুরাগীদের ‘হ্যাপি সান ডে’ উইশ করতে হাসিমুখে জিন্স প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে পোজ দিতে দেখা যায় অভিনেতা যশ দাশগুপ্তকে। পরনে সাদা রঙে আঁকিবুঁকি টি-শার্ট, মাথায় টুপি পরে পোজ দিতে দেখা গেল নায়ককে।শুরু থেকেই জল্পনা, নুসরাতের অনাগত সন্তানের বাবা যশ। তাই সন্তানের জন্মের দিন কয়েক আগে তার দিকে নজর অনুরাগীদের। দুজনের ছবি দেখে মনে হয়, তারা সম্ভবত একই জায়গায় রয়েছেন। কিন্তু প্রতি বারের মতো এবারও আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন তারা। যশ তার ছবির নিচে লিখেছেন, রোববারের খুশির আমেজ।