মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘী এলাকায় গতকাল ১৫ নভেস্বর (বৃহস্পতিবার)এক ব্যক্তি খুন হয়েছেন।উপজেলার সানবান্দা বাজারের উত্তর পাশে আলু ক্ষেতের ভিতরে এলাকাবাসী একব্যক্তির লাশ দেখতে পেলে সাগরদিঘী পুলিশ ফাঁড়িতে খবর পাঠায় পরে দুপুর দুইটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, খুন হওয়া ব্যক্তির বাড়ি গারোবাজার মহিষমারা তার নাম আতোয়ার।তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে প্রতিদিনের মতোই গতকাল বুধবার সকাল দশটার দিকে বাড়ি থেকে ভ্যান গাড়ি চালানোর জন্য বের হয়ে আসে।আজকে সকাল পর্যন্ত যখন বাড়িতে ফিরেনি আতোয়ার মিয়া তখন তার পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে দশটার দিকে জানতে পারে তাঁকে খুন করে ফেলে রাখা হয়েছে, পরে পরিবারের লোক ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন।
ঘাটাইল থানা পুলিশ বলেন লাশ মর্গে পাঠানো হয়েছে এবং অভিযোগ দাখিল হলে ব্যবস্থা নিবো।