রাঙ্গামাটিতে কৃষককে গুলি করে হত্যা রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে থোয়াই অংপ্রুগ্রী মারমা নামে (৭০) এক কৃষক নিহত হয়েছেন।সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুকিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংপ্রুগ্রী কুকিমারা এলাকার মৃত থোয়াইসাউ মারমার ছেলে বলে।স্থানীয় ইউপি সদস্য অংসাপ্রু মারমা জানান,
থোয়াই অংপ্রুগ্রী মারমা পেশায় একজন কৃষক। জমিতে কাজ শেষে রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলেন।রাঙ্গামাটিতে কৃষককে গুলি করে হত্যা এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।