
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ
আহলে সুন্নাত ওয়াল জামাত এর সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ারের উপর মুনিরিয়া যুব তবলীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ নভেম্বর) রাত ৮ টার সময় রাউজানের মোবারকখীল এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান বখতেয়ার।
এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি অজানা বাংলাদেশ কে বলেন, গাউছিয়া কমিটির ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার বিকেলে রাউজানের মোবারকখীল এলাকায় যাই। বক্তব্য দেয়ার জন্য মঞ্চে ওঠার সাথে সাথেই ৩০-৪০ জন যুবক এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে, মারধর করে এবং আমার পাঞ্জাবি ছিড়ে ফেলে। মূলত কিছুদিন আগে আমাদের সংগঠনের একটি ছেলেকে অপহরণ করে মারধর করে তাবলীগের ছেলেরা। আমি এটির প্রতিবাদ করে সম্প্রতি মুরাদপুরে একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখি। ওই ক্ষোভ থেকেই তারা আমার উপর হামলা করেছে।
এ ব্যাপারে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আজিম উদ্দিন খানের কাছে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাউজানের গহিরা মোবারকখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানের পর স্থানীয় সুন্নি জনতা এ্যাডভোকেট মোছাহেবউদ্দীন বখতেয়ারের কাছে জনসম্মুখে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ সম্পর্কে বিভিন্ন সময় কটুক্তিমূলক মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেন। এসময় তিনি বলেন(এ্যাডভোকেট মোছাহেবউদ্দীন বখতেয়ার)ভুলবশত: কিছু মন্তব্য করেছি এ জন্য আমি আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি।
যখন তিনি দু:খ প্রকাশ করেছেন তখন মাহফিলে গিয়ে তার কাছে প্রশ্ন করা স্থানীয় জনতা চলে আসেন এবং মাহফিল পুনরায় চলেছে। এর বাইরে তাকে মারধর করা এবং তার পাঞ্জাবি ছেড়ার কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। কারন যা কথা হয়েছে মাহফিলে উপস্থিত সবার সামনে হয়েছে। আর এই দিকে নগরীর মুরাদপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।