
ভক্তদের দাবি খুন হয়েছেন সিদ্ধার্থ! ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ও রিয়েলিটি শো ‘বিগ বস’র ১৩তম আসরের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন। ২ সেপ্টেম্বর সকালে তার মৃত্যুর খবর জানা যায়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ১ সেপ্টেম্বর রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ। পরদিন সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকরা জানিয়েছেন, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক করেছেন তিনি। এদিকে সিদ্ধার্থের পরিবার, বন্ধুবান্ধবের পাশাপাশি তার এ মৃত্যু সংবাদ এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি প্রেমিকা শেহনাজ গিল। প্রেমিকের শেষ কৃত্যের সময়ও সেখানে উপস্থিত ছিলেন তিনি।
সিদ্ধার্থকে এতটাই ভালোবাসতেন, মৃতদেহ দাহ হয়ে যাওয়ার পরও অঝোর ধারায় কেঁদে শেহনাজ বলেন, ‘সিদ্ধার্থ আমার বাচ্চা। তোমরা ওকে ফিরিয়ে দাও’। ঠিক ওইসময় তার আরও একটি মন্তব্যের কারণে সিদ্ধার্থের মৃত্যুটাকে খুনের দিকে ইঙ্গিত করেছেন ভক্তরা।শেহনাজ বলেছেন, ‘সিদ্ধার্থের মৃত্যু আমার কোলেই হয়েছে।’ জানা গেছে, মৃত্যুর দিন সিদ্ধার্থের বাড়িতেই ছিলেন শেহনাজ। রাতে খাবারের পর সিদ্ধার্থ তার রুমে চলে যায়। শেহনাজ সকালে সিদ্ধার্থকে ডাকতে গেলে দেখেন শরীর ঠান্ডা হয়ে গেছে। তখন পরিবারের সদস্যদের ডাকেন তিনি। এরপর সবাই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সেও সিদ্ধার্থের মাথা শেহনাজের কোলে ছিল বলে তিনি দাবি করেছেন।
এ বিষয়টিকে মুখ্য করেই শেহনাজ বলেছেন, সিদ্ধার্থের মৃত্যু আমার কোলে হয়েছে। তার এ মন্তব্যের জের ধরে সিদ্ধার্থের ভক্তরা বলছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা।এ জন্য মুম্বাই পুলিশকে তদন্ত করারও দাবি জানিয়েছেন তারা। ভক্তরা আশঙ্কা করছেন, কয়েক মাস আগে মারা যাওয়া আরেক বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যুর সময়ও বাসায় তার প্রেমিকা অবস্থান করছিল। ওই সময় মাদককাণ্ডে অনেকেই জড়িয়ে গিয়েছিলেন। সেই ধারণা থেকেই সিদ্ধার্থের মৃত্যুকে ‘খুন’ বলতে চাইছেন ভক্তরা।