টাঙ্গাইল মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে ১৭ নভেম্বর (শনিবার) ঝন্টু (৩০) এক স্কুল দপ্তরি নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।সে কামারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিল। সে কামারপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের সর্বকনিষ্ঠ ছেলে।
জানাজায়,খোঁজাখোঁজি করে না পেয়ে তার ঘরে গিয়ে ফাঁস অবস্থায় দেখতে পায় পেয়ে।বাড়ির লোকজন রশি কেটে ঝন্টুকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে ঝন্টু পরপারে।
মাহাবুব ঝন্টুর বড় ভাই ও তার কয়েকজন আত্মীয়স্বজন জানান, ঝন্টু স্বভাবে শান্ত প্রকৃতির ছেলে ছিল। বিয়ে করেছে দুই বছর আগে। ভাই বোনদের মধ্যে সবার ছোট হওয়ার সবাই তাকে আদর করতো। ঝন্টুর রাগ বেশী ছিল, মাঝে মাঝে মাথায় সমস্যাও অনুভব করতো বলে জানান তারা। কিন্তু আত্মহত্যার মত তেমন কোন বিষয় বা কারন থাকতে পারে বলে তাদের ধারনা নেই। স্ত্রীর সঙ্গেও ছিল তার ভাল সম্পর্ক।
পুলিশ জানায়, সকালে খবর পেয়ে নিহতের বাড়ির উঠান থেকে শুয়ানো অবস্থায় ঝন্টুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে জানিয়েছেন লাশ উদ্ধারকারী এস আই নুরুল ইসলাম। তবে লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্ট পেলেই বিষয়টি পুরোপুরি পরিস্কার হওয়া যাবে।
মির্জাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।