
তৃতীয় স্বামীর থেকে মু্ক্তি পেতে আদালতে শ্রাবন্তী, শ্রাবন্তী চ্যাটার্জী কলকাতার মিডিয়ার আলোচিত নাম। জনপ্রিয় অভিনেত্রীও তিনি। তবে ব্যক্তিজীবন নিয়ে নানাভাবে আলোচনায় থাকেন। বিশেষ করে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে। এই নায়িকার তৃতীয় সংসার ভাঙনের মুখে এ নিয়ে গুঞ্জন ছিল আগেই। এবার সেই গুঞ্জনকে সত্যি করে বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী।
নায়িকার স্বামী রোশানের সঙ্গে মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর ধরেই আলাদা থাকছেন তারা। এবার তৃতীয় বিয়ে থেকে মুক্তি পেতে আদালতে মামলা করলেন এই অভিনেত্রী।শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী।এর আগে, চলতি বছরের জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান, এই আবেদন করে মামলা দায়ের করেন তৃতীয় স্বামী রোশান।
বেশ কয়েকবার এ মামলার শুনানিও হয়েছে। নির্দিষ্ট তারিখে নিজে না এলেও আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন নায়িকা।১৬ সেপ্টেম্বর রোশানের আইনজীবীর কাছে শ্রাবন্তীর জবাব পৌঁছায়। সেই জবাবে স্পষ্ট লেখা রয়েছে যে, ’তিনি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। রোশানের সঙ্গে সংসার করা শ্রাবন্তীর পক্ষে একেবারেই সম্ভব নয়।’
এ ছাড়া রোশনের বিরুদ্ধে বেশকিছু অভিযোগও করেছেন তিনি। আগামী ১০ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি।প্রসঙ্গত, জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তৃতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। আপাতত স্বামীকে ভুলে কোনো এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা।
এমন অবস্থাতেও তিক্ততা ভুলে আবারও তার সঙ্গে সংসার করতে চান রোশান সিং।এদিকে শ্রাবন্তীর অভাববোধ বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন রোশান। সপ্তাহ খানেক আগে রোশান তার ইনস্টাগ্রাম স্টোরিতে যুগলদের ভিড়ে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে লেখেন, ‘মাই কণ্ডিশন’। এর মাধ্যমে রোশান বোঝাতে চাইছেন, শ্রাবন্তীকে ছাড়া তিনি বড় একা!
তৃতীয় স্বামীর থেকে মু্ক্তি পেতে আদালতে শ্রাবন্তী, গেলো বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশান। প্রয়াত এ তারকার ছবি দিয়ে রোশান বোঝাতে চেয়েছেন, সুশান্তের মতো তিনিও নিঃসঙ্গ। সুশান্তের মতো হতাশা, অবসাদে ডুবে যাচ্ছেন রোশান। সুশান্তের মতো তিনি নিজেকে শেষ করেও দিতে পারেন!