মোঃ তাজুল ইসলাম মিয়াজী :
ওমান প্রতিনিধি
ওমানে আজ স্বাধীনতার ৪৮ বছর পালিত হয়, এতে তারা আনন্দ উৎসবে মেতে উঠেছে পুরো শহর,
১৯৭০ সালে ইয়েমেনে সাথে যুদ্ধ করে ১৮ নবেম্বর স্বাধীনতা লাভ করে তারা, এবং যুদ্ধের স্বাধীনতার পরে ও ইয়েমেনের সাথে ওমানের শুসম্পর্ক রয়েছে তাদের, কোন হিংসা বিবাদ তাদের মাঝে নেই।
ইয়েমেন থেকে আসার জন্য যাতায়াত ব্যবস্থা ও ওমানে এসে ব্যবসা বানিজ ও চাকরী করা ও ভিসার ও সুব্যবস্থা করেছে ওমান সরকার,
জানা যায় ওমান সরকার বাংলাদেশী ও বিভিন্ন দেশের লোকদের জন্য ওমানের ভিসার মেয়াদ ৩ বছর করা হবে, এতে সরকারী খরচ ৮০ হাজার টাকা লাগবে।
এখন ৬০ হাজার টাকা সরকারী পাউন্ডে জমা করলে ২ বছরের ভিসা লাগতো, এখন ১ লা জানুয়ারি থেকে ৮০ হাজার টাকায় ৩ বছর ভিসার মেয়াদ করা হবে বলে জানান, ভিসা পচেছিং অফিস কর্মকর্তা …।