
শাকিব খানের শুটিং দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং দেখতে না পেরে স্বামীর ওপর অভিমানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক গৃহবধূ। সোমবার (১১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
গৃহবধূর বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামে।মাদারগঞ্জ সীমানার বগুড়া জেলার সারিয়াকান্দির জামথল ঘাটে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। তাকে একনজর দেখতে প্রতিদিন এই ঘাটে হাজারো দর্শক ভিড় করে।সোমবার বিকেলে বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরে।
কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় উদ্ধার করেন।গৃহবধূর স্বামী বলেন, জামথল ঘাটে শাকিব খানের শুটিং দেখার জন্য আমার স্ত্রী বায়না ধরে।
শাকিব খানের শুটিং দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা আমি জন্ডিস রোগে আক্রান্ত থাকায় দুই একদিন পর নিয়ে যেতে চাই। কিন্তু সে তা না মানায় আমাদের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালায়।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।