শাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছেলেকে কোলে করে পরীক্ষা দিতে নিয়ে আসা সেই মা সিমা সরকার বিবিসি’র বিশ্বসেরা ১০০ নারীর তালিকায় ৮১ তম অবস্থানে আছেন।
উল্লেখ্য, গত ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষায় প্রতিবন্ধী ছেলে হৃদয়কে কোলে করে পরীক্ষা দিতে নিয়ে আসেন। সেই হৃদয় ‘খ’ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং মেধাক্রমে ৩৭৪০ তম স্থান অধিকার করেন। তাকে প্রতিবন্ধী কোটার আওতায় আনার আবেদন করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। কারণ হিসেবে জানা যায়, হৃদয়ের শরীরের যে প্রতিবন্ধকতা তা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী কোটা পেতে প্রয়োজনীয় প্রতিবন্ধকতার আওতায় পড়ে না। পরে হৃদয়কে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়ে প্রতিবন্ধী কোটার নিয়মে পরিবর্তন করা হয়।
এই হৃদয় ঢাবিতে পরীক্ষা দিতে আসে মায়ের কোলে চড়ে। হুদয়কে কোলে নেয়া অবস্থায় তার মা সিমা সরকারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং তা বিবিসি’র নজরে আসে। এরপর বিবিসি’র জরিপে ২০১৮ সালের বিশ্বসেরা ১০০ নারীর তালিকায় ৮১তম অবস্থানে স্থান দেয়া হয় সিমা সরকারকে।