
নতুন সিনেমা মুক্তির পরে আমির খানের বিয়ে!বলিউড অভিনেতা আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৪ এপ্রিল। নতুন সিনেমা মুক্তির পাশাপাশি আমির খানের তৃতীয় বিয়ের কথাও শোনা যাচ্ছে।যদিও অনেকেই বিয়ের বিষয়টিকে সিনেমার প্রচারণার অংশ হিসেবেই নিয়েছেন।ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমির খান গত ৩ জুলাই দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন কিরণ রাওয়ের সঙ্গে।তার তৃতীয় বিয়ের গুঞ্জনে নাম জড়িয়েছে ফাতিমা সানা শেখের। ‘দঙ্গল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করলেও তাদের প্রেম নিয়ে গুঞ্জন ওঠে।’লাল সিং চাড্ডা’ মুক্তির পরই নাকি তৃতীয় বিয়ে করতে চলেছেন আমির। তবে ঠিক কাকে বিয়ে করবেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি আমির খান।
নতুন সিনেমা মুক্তির পরে আমির খানের বিয়ে! তাই ফাতিমাকে নিয়ে যে গুঞ্জনের আগুন তাতেই আরও ঘি ঢালা হচ্ছে।আমির খান ১৯৮৬ সালে প্রথম বিয়ে করেন রিনা দত্তকে। তাদের দাম্পত্য জীবনে ২ সন্তান জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র ছেলের নাম আজাদ রাও খান।