ভোটকেন্দ্র থেকে চাপাতি-হাতুড়িসহ প্রার্থীর ছেলে আটক খুলনায় ভোটকেন্দ্র থেকে দেশীয় অস্ত্রসহ শামীম ফকির (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শামীম ফকির ঘাটভোগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী আসাদ ফকিরের ছেলে।রবিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
ভোটকেন্দ্র থেকে চাপাতি-হাতুড়িসহ প্রার্থীর ছেলে আটক পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সাড়ে ৮টার দিকে আলাপুর আনন্দনগর এলাকার আসাদ ফকিরের ছেলে শামীম ফকিরকে ধারালো চাপাতি ও একটি হাতুড়িসহ আটক করা হয়। বর্তমানে ভোট কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।রূপসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে শান্তিপূর্ণভাবে ঘাটভোগ ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে।