মাহমুদুল হাসান:
টাঙ্গাইলের ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার রাস্তায় সব ব্রিজ পূনরনির্মান কাজ শুরু হয়েছে।এর জন্য প্রখমে ব্রিজের পাশদিয়ে যাতায়াতের জন্য টেম্পোটারি রাস্তা করা হচ্ছে।যাতে নির্মান কাজ শেষ না হওয়া পর্য়ন্ত চলাচলে কোন সমস্যা না হয়।
অনুুুুসন্ধানে জানাযায়,ভূঞাপুর তারাকান্দি রোডে ভূাঞাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ১৭ কিঃমিঃ রাস্তায় ছোটখাটো ১২ টি ব্রিজ রয়েছে।১২ টা ব্রিজের মধ্যে ১১ টিই জরাজির্ন।সব সময় এ গুলোর উপর দিয়ে যেতে হয় খুব আতংকে।সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি যমুনা ফার্টিলাইজার এর উৎপাদিত সার, ঢাকা সহ পশ্চিম পারে যায় এ রাস্তা দিয়ে।তারাকান্দি বাসস্টপ থেকে ঢাকাগামী ছেড়ে যাওয়া সব বাসই এই রাস্তা দিয়ে যায়।
এবিষয়ে মো:আজাহার আলী (নারান্দিয়া) বলেন,ভুঞাপুর ও কালিহাতির নারান্দিয়া ইউনিয়নের মানুষের অনেক দিন ধরে এটা দাবি ছিল।বলা যায় এ এলাকার তথা যারা এ রাস্তা দিয়ে চলাচল করি এটা সবার প্রানের দাবি ছিলো।তা এখন পূরন হতে চলছে।
ভূঞাপুরের মো:সাঈদ হোসেন বলেন,টাঙ্গাইল বা ঢাকা যাইতে খুব ভয় করতো।কখন জানি ব্রিজ ভেঙ্গে পরে।ব্রিজের নতুন করে নির্মান কাজ শুরু হওয়ায় খুব আনন্দ হচ্ছে।