মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
প্রতিবন্ধী ও হত দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।যাতে তারাও দেশের উন্নয়নের অংশিদ্বার হতে পারে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আলমনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন।বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় উন্নত জীবনের সন্ধানে (উষা)।উন্নত জীবনের সন্ধানে’র নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলাম, আনছার বিডিবি কর্মকর্তা মোজাফর আলী,প্রোগ্রাম অর্গানাইজার হাবিবুর রহমান ও ইউপি সদস্য আ. কদ্দুস,সংস্থার প্রকল্প কর্মকর্তা আসমাউল হুসনা (পলি)।
প্রশিক্ষণে ১৭ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র অংশ নিচ্ছে।ছয় মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষন চলবে।প্রশিক্ষণ শেষে সংস্থার সৌজন্যে প্রতিজন প্রশিক্ষণ গ্রহণকারীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।