
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী ১০ জানুয়ারী বিকেল ৩টায় দােস্ত বিল্ডিং চত্ত্বরে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহম্মেদের সভাপতিত্বে এবং স্বপন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিষয়ক গবেষক ডি কে দাস মামুন।আলোচনা সভা শেষে একটি র্যালী দোস্ত বিল্ডিং চত্ত্বর থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড় দিয়ে ঘুরে কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং চত্ত্বরে এসে শেষ হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে ফিরে এসে সর্বপ্রথম গরীব-দুঃখী মানুষের খোঁজ নিয়েছিলেন। মেহনতী মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তিনি।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব-দুঃখী ও মেহনতী মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। বাস্তুহারা বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। সেই সূত্রেই বাস্তুহারা ছিন্নমূল বস্তিবাসীদের পূনর্বাসনের জন্য ফ্ল্যাট প্রকল্প দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান। উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাশ ,
অটোরিক্সা – অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন ,চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কলিম শেখ , মহানগর জাতীয় শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা,কোতোয়ালি থানা জাতীয় শ্রমিকলীগ ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আক্তার হোসেন , পৌর জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সিনিয়র সহ সভাপতি আশীষ কুমার চৌধুরী ,