মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণে নেতৃত্ব দেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। ২৬ শে মার্চ শনিবার সকাল ১১ টায় নিউ মার্কেট মোড় থেকে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।র্যালিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর জহুর হকার মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম অটো রিকশা অটো টেম্পু শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন,জাতীয় রিক্সা- ভ্যান শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বাবু স্বপন বিশ্বাস, কোতোয়ালী থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আকতার হোসেন বাংলাদেশ অটো রিকশা অটো টেম্পু শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ওসমান গনি,
ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহমেদ, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সভাপতি আবদুল হান্নান, পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলাম, চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি কালিম শেখ,
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ঠিকাদার সমিতির সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার বড়ুয়া, পাহাড়তলী সমবায় সমিতির সভাপতি ও শ্রমিক নেতা মোহাম্মদ ইউসুফ , চান্দগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাইনুল মাজেদিন চৌধুরী মিঠু,বায়েজিদ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রিপন, বায়জিদ থানা শ্রমিক লীগ নেতা সুমন, বাহার, মনির,মিরাজ, বায়জিদ থানা শ্রমিক লীগ নেতা অহিদ, হুমায়ুন কবির প্রমুখ।