
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলায় মধুুপুর উপজেলায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।আজ বিকাল সাড়ে তিনটায় উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে এ ঘটনা ঘটে।এই দূর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলট হলেন বাংলাদেশ বিমান বাহিনীর উইন্ড কমান্ডার আরিফ হোসেন। অরণখোলা ইউ.পি চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্বাহী কর্মকর্তা(মধুপুর উপজেলা)রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। কিন্তু আজ বিকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে।।