
বীর মুক্তিযোদ্ধার সন্তান
শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটির চেয়ারম্যান জনাব মোঃ রিয়াজ উদ্দিন রানা বলেন বর্তমান সময়ে বাংলাদেশে একস্বার্থন্বেষী মহল প্রশাসনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে বিশেষ করে পুলিশ প্রশাসন নিয়ে , পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মরিয়া তারা দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান সরকারের পাশাপাশি পুলিশ বাহিনীকে তাদের টার্গেটে পরিণত করেছে, ব্যক্তিকেন্দ্রিক অপরাধ করলেও সেটি বাহিনীর উপর নিয়ে রঙ্গমেলা বসিয়ে দেন, কিছুদিন আগে রেপিড একশন ব্যাটেলিয়ন রে-ব সহ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কে নিয়ে অনেক কিছুই তো করলো, এখন আবার নতুন করে কপালের টিপ নিয়ে,
তিনি বলেন মেয়েটি বললো সে বসে ছিলো পিছনে কে বা কারা তাকে কপালে টিপ পরছিস কেনো বললো, উনি একটু পরে ফিছনে ফিরে দেখেন একটি মটরবাইকে পুলিশ বসা, আমার প্রশ্ন এখানেই মেয়েটির কপালে টিপ ছিলো কি ছিলোনা ঐ মোটরবাইক চালানো পুলিশ দেখলো কি করে??? আর বাইক ওয়ালা ওই পুলিশ ওই কথাটি বলেছে তার কি প্রমাণ আছে??
বাংলাদেশ পুলিশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে , ১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নামে একটি রাষ্ট্র পাওয়ার জন্য মরন কামড় দিয়েছিলো বীর মুক্তিযোদ্ধাগন ৩০ লক্ষ শহীদের রক্ত -লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত কত যে বীর সৈনিকের জীবনের বিনিময়ে স্বাধীন একটি দেশ পেলাম , সেই স্বাধীনতার পক্ষে বর্তমান পুলিশের আইজিপি মহোদয় ও ডিএমপি কমিশনার কথা বললেই স্বাধীনতা বিরোধীতা কারীদের উত্তরসূরিদের এখন শরীর জলে বলে মন্তব্য করলেন সোসাইটির চেয়ারম্যান।