
আজকের সারাদিন একটি নিউজ সবার চোখে চোখে মুখে মুখে ” বরিশালের ছেলের প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে তরুণী বাংলাদেশে?
আসল কাহিনী কি কেউ খবর নিয়েছেন?? এমনি এমনিই কি চলে এসেছে ঐ তরুণী? পিছনের কাহিনী জেনে নিন।
বাঙালি হুজুগে জাতি, এর প্রমাণ আমরা বার বার দিয়েছি। ফেইসবুকে দেখলাম, অনেকেই খুব আবেগী ও ভালোবাসার ভাষায় স্ট্যাটাস দিচ্ছেন, এবং সাথে শেয়ার দিচ্ছেন এই সংবাদটি –
“প্রেমের টানে বরিশালে মার্কিন তরুণী” বাংলাদেশ প্রতিদিন
“রং মিস্ত্রির প্রেমের টানে বরিশালে আমেরিকান তরুণী” – সমকাল
“প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দিলেন মেরিয়ান” – আরটিভি
“অপুর প্রেমে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে সারা” – জাগো নিউজ
“প্রেমের টানে বরিশালে সারা!” – মানব জমিন
খবরের ভিতরে বলা হয়েছে –
“বরিশালের ছেলে মাইকেল অপু মণ্ডলকে ভালোবেসে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ান (২৮) নামে এক তরুণী।
অপুর মেঝো বোন স্কুল শিক্ষিকা সুমা রুৎ মণ্ডল জানান, সারা মেকিয়েন খ্রিস্টান ধর্মাবলম্বী। তারাও খ্রিস্টান ধর্মাবলম্বী।
প্রেমের টানে মার্কিন তরুণীর এভাবে বরিশালে চলে আসা এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে অপুকে বিয়ে করার ঘটনায় স্থানীয়রা সবাই হতবাক। সেই সঙ্গে সারা মেরিয়ানের সরলতা ও আন্তরিকতাও সবাইকে মুগ্ধ করেছে।”
________
ভালোবাসার মহত্ত্ব বর্ণনা করার জন্যে সবাই সোশাল মিডিয়ায় এই সংবাদটি প্রচার করছে। কিন্তু, হুজুগে বাঙ্গালিরা এই ভালোবাসার পিছনের কাহীনিটি খুঁজে দেখেনি। অবশ্য, এই ভালোবাসার পিছনের কাহিনীটা জানা কষ্টকর কোনো বিষয় নয়। সারা ও অপুর ফেইসবুক থেকেই বিষয়টি জানা যায়। তারা উভয়ে চরমভাবে ইসলাম বিদ্বেষী। বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে ইসলাম বিদ্বেষ প্রচার করার জন্যে সারা অ্যামেরিকা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা, বেচে নিয়েছন খৃষ্টান অপু মন্ডল কে ।
যার সরলতা ও আন্তরিকতায় তিনি বরিশাল সহ সারা বাংলাদেশের হাজার তরুণকে মুগ্ধ করেছেন, সেই প্রেমিকাটি ফেইসবুকে অনেকগুলো ইসলাম বিদ্বেষী ভিডিও শেয়ার করেছেন। এর মধ্যে একটি ভিডিওর শিরোনাম হচ্ছে – “পেটার্সন ইসলামকে ১৫ মিনিটেই ধ্বংস করে দিয়েছে”। এই ভিডিওতে বলা হয়েছে, “ইসলাম খুবই বর্বর ধর্ম, কারণ কোর’আনে এক পুরুষ সমান দুই নারী। এবং মুহাম্মদ বলেছেন – নারীদের জ্ঞান-বুদ্ধি কম। সুতরাং ইসলামে নারীদেরকে চরমভাবে ছোট করা হয়েছে”। ভিডিওর উপরে মুহাম্মদ লিখে খুব বিশ্রী একটা ছবি যুক্ত করে দেয়া হয়েছে।
এই ভিডিওটির নিচে এসে বরিশালের সেই প্রেমিক মাইকেল অপু মণ্ডল কমেন্ট করেছেন, “ধন্যবাদ, এই ভিডিওটি শেয়ার করার জন্যে। পশ্চিমের মানুষ ইসলামের খারাপিগুলো সম্পর্কে জানে না।” আরেকজন এসে লিখছে – মুহাম্মদ একজন ইডিয়ট বা নির্বোধ ছিলেন। এর প্রতি উত্তরে ঐ মার্কিন প্রেমিকা বললেন – “তাই নাকি? আমার মনে হয়, মুহাম্মদ কেবল পুরুষের কাছেই প্রিয়” এমন ইসলাম বিদ্বেষী আরও অনেক পোস্ট অপু মন্ডলের ফেসবুক থেকে কালেকশন করেছি,
এ রকম ইসলাম বিদ্বেষী নারী কেন ভালোবাসার টানে বাংলাদেশে এসে হাজির হয়েছেন, তা বুঝতে কারো অসুবিধা হবার কথা নয়।
________
অনেকে হয়তো বলবেন, আপনারা প্রেম-ভালোবাসার মাঝেও ধর্ম নিয়ে আসেন। দেখুন, একজন খ্রিষ্টান নারী আমেরিকা থেকে বাংলাদেশে এসে একজন খ্রিষ্টান পুরুষকে বিয়ে করা খুবই স্বাভাবিক বিষয়। আমাদের সমস্যা তাদেরকে নিয়ে নয়।
আমাদের সমস্যা হচ্ছে, মুসলিম তরুণরা যেই নারীর প্রেমের মহিমা প্রচার করার জন্যে ফেইসবুকে ঝড় তুলছেন, তারা কিছু না জেনেই এমন করছেন। যেটাকে আমরা প্রেম-ভালোবাসা বলে প্রচার করছি সেটা সুস্পষ্টভাবে খ্রিষ্টান মিশনারির একটি কার্যক্রম। এমন খবর কিন্তু কিছু দিন আগে পাকিস্তানেও পাওয়া গিয়েছে এমন নিউজ,, ছবি আর অপু মন্ডলের পোস্ট গুলো দেখার অনুরোধ করছি সকল কে।।
এখানে অপু মন্ডলের ফেইসবুক লিংক সহ দেয়া আছে
https://www.facebook.com/michaelapu.mondol.1