
চট্টগ্রাম আইন কলেজ এল এল বি ১৮-১৯ সেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম আইন কলেজ এল এল বি ২০১৮-২০১৯ সেশনের পক্ষ থেকে নগরীর বাংঙ্গালীয়ানা রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাপক ও চট্টগ্রাম জর্জ কোর্টের সুপরিচিত বিজ্ঞ আইনজীবি তৈয়ব আলি ইব্রাহিম (কিরন)।
আরও উপস্থিত ছিলেন অত্র ব্যাচের আব্দুর শুক্কুর রুবেল, মোহাম্মদ মিনহাজ উদ্দীন, সাবিহা সুলতানা রক্সি, মনিরুল ইসলাম, নিজাম উদ্দিন, হাবিবা সুলতানা, রেশমা হামিদ,ফারহানা আকতার,মিতু আকতার, ইরান,নাহিদা আকতার, রোকসানা কবির, ঝুলি আকতার, নাজমুন সুলতানা,লায়ন শামিমা শারমিন জেসি, লাবন্য পুতুল, রোমেল শীল, সুমি চৌধুরী, নাজমুন আকতার,তুহিন হোসাইন, লিটন দে, আকতার হোসেন, মোশাররফ হুসাইন রনি সহ প্রমুখ।