
মাহমুদুল হাসান:টাঙ্গাইল সদরে ক্যাপিটাল হসপিটাল থেকে এক ভূয়া ডাক্তার আটক করেছে টাঙ্গাইল থানা পুলিশ।টাঙ্গাইল পৌর এলাকার নিরালা মোড়স্থ ক্যাপিটাল হসপিটাল।আটককৃত ভূয়া ডাক্তারের নাম মো. ইউসুফ আলী।শনিবার(২৪নভেম্বর)রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আমরা খবর পেয়ে মো. ইউসুফ আলী নামের এক ভূয়া ডাক্তারকে আটক করে থানায় নিয়ে আসি। এবং সে আমাদের কাছে স্বীকার করে সে কোন এমবিবিএস ডাক্তার না। সে টাঙ্গাইলের বাঘিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এম এম আলী কলেজ থেকে এইচএসসি পাস করে। এছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই। সে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। ক্যাপিটাল হসপিটালের যে পরিচালক ও ব্যবস্থাপক তারা বিষয়টি জানেন এবং তাকে ব্যবহার করে লাভবান হন।
তিনি আরো বলেন, এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে এবং তাকে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করবে।যাতে এ ধরনের অপরাধের সাথে কেউ আর জরিত না হয়।আমরা সব সময় সজাগ আছি।