গায়ে কেরোসিন দিয়ে গৃহবধূর আত্মহত্যা ঢাকার ধামরাইয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত নাসিমা বেগম ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নওগাঁও কায়েত গ্রামের জয়নাল আলীর দ্বিতীয় স্ত্রী।কুল্লার ইউপি সদস্য মহিউদ্দিন জানান, নাসিমা ও জয়নালের এটি দ্বিতীয় বিয়ে। পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

গায়ে কেরোসিন দিয়ে গৃহবধূর আত্মহত্যা শুক্রবার দুপুরে বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নাসিমা। পরে আশপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।স্বজনদের বরাতে ধামরাই থানার এসআই আশরাফুল জানান, ঢাকায় নেয়ার পথে মারা যাওয়ায় মরদেহ নিয়ে ধামরাই থানায় আসেন স্বজনরা। স্বামী-স্ত্রী দুজনেরই আগের সংসারে সন্তান রয়েছে বলে জানান তারা।