পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়ালো রেকর্ড বৃষ্টির কারণে ভয়াবহতম বন্যার কবলে পাকিস্তান। এরই মধ্যে ডুবে গিয়েছে দেশটির এক-তৃতীয়াংশ জনপদ। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, রেকর্ড বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মারা পড়েছে কয়েক হাজার গবাদি পশু।
পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়ালো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক বাড়ি। বেশ কিছু সেতুও ভেঙেছে।এদিকে অধিকাংশ কৃষিজমি পানির তলে চলে যাওয়ায় ক্রমশ পাকিস্তানজুড়ে বাড়ছে খাদ্য সংকট। পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল ভারত থেকে খাদ্যপণ্য আমদানির ইঙ্গিত দিলেও এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ করেনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার।